হাসপাতাল থেকে নবজাতক চুরি, থানায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের নবজাতকের বাবা চয়ন তালুকদার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

jagonews24

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হওয়া মাহিম নামের ২৯ দিনের শিশুটি চুরি হয়। শিশুটি উল্লাপাড়া উপজেলার ভাদালিয়া গ্রামের চয়ন ইসলাম ও মনজুয়ারা খাতুন দম্পতির ছেলে।

jagonews24

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. স্নিগ্ধ আখতার বলেন, ‘ঘটনার পর থেকে নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। শীঘ্রই শিশুটিকে উদ্ধার ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।