সাঁথিয়ায় ডিজিটাল ম্যারাথন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

পাবনার সাঁথিয়ায় ডিজিটাল ম্যারাথন শেষ হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।

এসময় সাঁথিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যাপক আব্দুদ দাইন, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক মোহাম্মদ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল মান্নান, আবদুল বাতেন, মেহেদী হাসান মিলন, সহকারী প্রোগ্রামার তপু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গত বছরের ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’ শুরু হয়। এর ধারাবাহিকতায় সাঁথিয়ায় পাঁচ শতাধিক মানুষ ডিজিটাল ম্যারাথনে অংশ নিতে রেজিষ্ট্রেশন করেন। তাদের নিয়ে কর্মসূচি পালিত হয়।’

বুধবার বেলা সাড়ে ১১ টায় প্রতিযোগিতা শুরু হয়ে দুপুরে শেষ হয়। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এরআগে সাঁথিয়ার ৯টি ইউনিয়নে ম্যারাথন অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাঁছাই করা প্রতিযোগীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করেন।

আমিন ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।