অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গণে তার শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে সড়ক পথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ায় নিজ বাড়িতে এসে পৌঁছায়। তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ তার বাড়িতে ভিড় জমান। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বুধবার সকাল পৌনে ৬টার দিকে খোন্দকার ইব্রাহিম খালেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।