চুরি যাওয়া সেই দুই শিশুর একজনকে জীবিত, আরেকজনের মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জের দুটি হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই শিশুর একজনকে জীবিত এবং আরেকজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) তাদেরকে উদ্ধার করা হয়।

জন্মের ৬ ঘণ্টার মধ্যেই আজ বিকেলে সিরাজগঞ্জের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে চুরি করা হয় নবজাতক সামিউলকে। চুরির ৭ ঘণ্টার মধ্যে তাকে জীবিত উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচ নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তারা চোর চক্রের সদস্য বলে জানা গেছে।

এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি করা হয় ২৩ দিন বয়সী শিশু মাহিমকে। ঘটনার চারদিন পর আজ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।