সৈয়দপুরের প্রথম নারী মেয়র রাফিকা জাহান বেবী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সৈয়দপুর পৌরসভায় প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রাফিকা জাহান বেবী। তিনি ২৮ হাজার ২৭৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আলহাজ রশিদুল হক সরকার পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

রাফিকা আকতার জাহান সৈয়দপুর পৌরসভার ইতিহাসে প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন।

এই পৌরসভায় ভোট পড়েছে শতকরা ৫৬ ভাগ।

জাহেদুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।