ভৈরবে ২৮ হাজার ভোটের ব্যবধানে বেনুর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ২০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন অওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইফতেখার হোসেন বেনু। নৌকা প্রতীকে ৩৭ হাজার ৯৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বেনুর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী হাজী মো. শাহিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৯০ ভোট।

মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনসহ মোট ৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নূর মোহাম্মদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।