কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অফিসে ককটেল ফাটানোর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০১ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের ব্যক্তিগত অফিসে ককটেল ফাটানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে কে বা কারা আমার ব্যক্তিগত অফিসে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। শব্দে সেখান থেকে লোকজন ভয়ে পালিয়ে যায়।’

তার অভিযোগ, কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের বিরোধী পক্ষের লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। এ ঘটনায় দুটি গ্রুপের মধ্য থেকে পরস্পরবিরোধী কথা আসছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।