সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০২ মার্চ ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় সিজদারত অবস্থায় আবু সামা (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) উপজেলার আজিজ তেল পাম্পের নামাজ ঘরে মাগরিবের নামাজের সময় সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

আবু সামা শাহজাদপুর উপজেলার চাঁদ ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আজিজ পাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু সামা। নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে তিনি আর ওঠেননি। ওই অবস্থায় তিনি মারা যান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাজে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।