মেলায় যেতে বের হওয়ার পর যুবকের লাশ মিলল সড়কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৪ মার্চ ২০২১

নরসিংদীর শিবপুরে মামুন সরকার (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিবপুর ধানুয়া দাখিল মাদরাসার সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন সরকার শিবপুর চক্রধা গ্রামের আব্দুল আওয়াল বাচ্চুর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবপুর কারীবাড়ির মেলায় যাওয়ার জন্য বুধবার রাত সাড়ে ৯টার দিকে মামুন বাড়ি থেকে বের হয়। রাত ৩টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর খবর পায়।

পরে ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে সদর হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই মাসুম সরকার জানান, মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মামুন। পরে রাত ৩টার দিকে তার মৃত্যুর খবর পাই।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। গভীর রাতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সঞ্জিত সাহা/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।