ভাসানচরে গেলেন আরও ১৭৫৯ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৪ মার্চ ২০২১

কক্সবাজার থেকে আরও এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা নোয়াখালীর দ্বীপ অঞ্চল হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে তারা ভাসানচরে পৌঁছেছেন। এর আগে সকাল সাড়ে ১০টায় রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর পাঁচটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়।

এর আগে গত বুধবার ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা ভাসানচরের যান। এদের মধ্যে ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ নারী ও ১ হাজার ২৯ শিশু।

এ নিয়ে মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে ভাসানচরে যান।

বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক। তিনি বলেন, ‘প্রায় ১৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে পৌঁছেছেন। সেখানে তাদের জন্য আরও উন্নত জীবনযাপনের সব সুযোগ আমরা তৈরি করেছি। এভাবে পর্যায়ক্রমে আরও রোহিঙ্গা ভাসানচরে যাবেন।’

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছান এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদের রাখা হয়।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।