কামারখন্দে চুরি হওয়া শিশু উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে চার ঘণ্টার ব্যবধানে চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ মার্চ) বিকেলে শহরের বড়গোলার আভিসিনা হাসপাতাল থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় রাণী বেগম (৩৫) ও তার বাবা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। আটককৃতরা কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার এএসআই হাসিবুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শহরের বড়গোলার আভিসিনা হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
এর আগে শনিবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি এলাকা থেকে ২৩ দিনের শিশু চুরি হয়েছে। শিশুটি উপজেলার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান।
শিশুটির মা ফরিদা খাতুন জানান, শনিবার (৬ মার্চ) সকালে শিশুটি ঘুমালে বাড়ির বাইরে যাই। পরে রুমে ফিরে দেখি শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। পরে স্থানীয়রা জানান, কালো বোরকা পরিহিত এক মহিলা শিশুটি কোলে নিয়ে কর্ণসূর্তি এলাকার দিকে পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে জন্মের ৬ ঘণ্টা ও মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিন বয়সী শিশু চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পাঁচদিনের ব্যবধানে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানাধীন আলোকদিয়া এলাকার একটি বাড়ি থেকে জীবিত ও মৃত শিশু দুটিকে উদ্ধার করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম