মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১২:২৩ এএম, ০৯ মার্চ ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে বাবাকে হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাহেলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক রবি মিয়া (২০), আশিক মিয়া (২৮) ও সিএনজিচালক আহত হয়েছেন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি উপজেলার মহেড়া গ্রামের হিলড়া গ্রামে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাহেলা বেগম উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের হযরত আলীর স্ত্রী।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে চাহেলা বেগম কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে দেখে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের চরপাড়া নামকস্থানে মির্জাপুরগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী ও সিএনজিতে থাকা চাহেলা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থা চাহেলা বেগমের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছে।

এস এম এরশাদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।