বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় নৌবাহিনীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ মার্চ ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিরা। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে এসওপিএর কমোডর মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় শুভেচ্ছা সফরে আসা দুটি জাহাজের অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী ও অধিনায়ক কমান্ডার গৌরব দূর্গাপাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছার পর বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় নৌবাহিনীর কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মোস্তফা জামান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর আওয়মী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।