১০০ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, আটক ১৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৯ মার্চ ২০২১

মুন্সিগঞ্জে ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৯ মার্চ) সদর উপজেলার ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দূর্গাবাড়ি ও বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় ১৯ জনকে আটক করা হয়।

jagonews24

কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পাগলা লে. এম আশমাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় তন্ময় ফিসিং নেট, হাবিব ফিসিং নেট, জয়নাল ফিসিং নেট, রহিম ফিসিং নেট, জয়নাল ফিসিং নেট, সুমন ফিসিং নেট, বাচ্চু ছৈয়াল ফিসিং নেট, মানিক ফিসিং নেট, খোকন ফিসিং নেট, মের্সাস তালুকদার ফিসিং নেট ও একতা ফিসিং নেটে অভিযান চালিয়ে তিন কোটি ৩৪ লাখ এক হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে।

jagonews24

জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা। অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।