কুকুর কামড়ে দিল গ্রামের ১১ জনকে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১১ মার্চ ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে ওই গ্রামের আশরাফ মিয়ার ছেলে সিয়াম (২) বাড়ির উঠানে খেলা করছিল। একটি কুকুর হঠাৎ এসে শিশুটিকে কামড়ে আহত করে।

এরপর কুকুরটি ওই গ্রামের ফজলু মিয়া (৫০), গণি মিয়া (৫০), হেলেনা আক্তার (২০), হাবিবুরের ছেলেসহ ১১ জনকে কামড় দেয়।

এদের মধ্যে হেলেনা আক্তারকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাওয়ার কুমারজানী গ্রামের মোক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন বলেন, একটি কুকুর গ্রামের নারী ও শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করেছে।

এস এম এরশাদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।