দেশের প্রত্যেকটি অঞ্চলকে সমৃদ্ধ করতে চাই : শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ মার্চ ২০২১

বর্তমান সরকার শিল্পবান্ধব, দেশের প্রত্যন্ত জনপদেও সরকার শিল্প কারখানা গড়তে উদ্যোক্তাদের উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শুক্রবার (১২ মার্চ) শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ছাতকে নিটল-নিলয় গ্রুপের এক্সপোর্ট কোয়ালিটি টারজান পেপার রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মানুষের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনীতির চাকা সচল করার উদ্যোগ যারাই নিচ্ছেন সরকার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা দেশের প্রত্যেকটি অঞ্চলকে সমৃদ্ধ করতে চাই। ’

শিল্পমন্ত্রী বলেন, ‘নিটল গ্রুপের নেতৃত্বে বাংলাদেশে শিল্পায়ন চলছে। এটা আমাদের অঙ্গিকার ছিল। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসংস্থানের জন্য নতুন কারখানা করতে উৎসাহিত করছেন। নিটল গ্রুপকে আমাদের সকল প্রকার সহযোগিতা করব। আমরা আশা করি তাদের কারখানার উৎপাদিত পণ্য দেশের বাইরেও বাজার সৃষ্টি করবে।’

নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এহসান ই এলাহি, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।