সপরিবারে করোনা আক্রান্ত এমপি নিজাম হাজারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ মার্চ ২০২১

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদুল্লাহ্ খোন্দকার জানান, বেশ কিছুদিন যাবত এমপি নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগম নাসরিন শারীরিক কিছু সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুত্রবার এমপি ও তার মেয়ে স্নিগ্ধা হাজারী অসুস্থ বোধ করলে সপরিবারে করোনা টেস্ট করা হয়। রাতে তাদের তিনজনের করোনা পজিটিভ ফলাফল নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে এমপির পক্ষ থেকে প্রচারণা কিংবা মিলাদ মাহফিলের আয়োজন করতে নিষেধ করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ফেনী পৌরসভার কাউন্সিলর ও এমপি নিজাম হাজারীর চাচাতো ভাই লুৎফর রহমান খোকন জানান, ‘এমপি সাহেবের করোনা আক্রান্তের বিষয়টি সঠিক নয়। এর থেকে বেশি বলতে চাননি তিনি।’

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।