মির্জাপুরের পাকুল্যা বাজারে ভয়াবহ আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৪ মার্চ ২০২১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ মার্চ) সন্ধা সাড়ে ছয়টার দিকে পাকুল্যা বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেলভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে মুহূর্তের মধ্যে আগুন মনোরঞ্জনের মুদি দোকান ও ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মির্জাপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন বলে জানা গেছে।

আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকায় নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আগুন জ্বলছে।

এস এম এরশাদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।