দেড় কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৫ মার্চ ২০২১

সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্তে ১ কেজি ৭৫০ গ্রাম স্বর্ণসহ মো. হাফিজুল ইসলাম (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৫ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। তিনি ওই উপজেলার ভোমরা গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।