নীলফামারীতে মাস্ক না পরায় জরিমানা
স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করায় ১২ জনকে দুই হাজার সাতশ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৫ মার্চ) বিকালে জেলা শহরে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি জাহাঙ্গীর হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাস্কবিহীন কাউকে যেমন সেবা দেয়া হচ্ছে না, তেমনি রাস্তাঘাটে মাস্কবিহীন পেলে জরিমানা করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৫ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩০৩ জন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন এবং মারা গেছেন ২৮ জন।
জাহেদুল ইসলাম/এএইচ/এএসএম