ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনে বৃদ্ধকে ছুরিকাঘাতে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৭ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দিনে-দুপুরে থানার সামনে মোখলেছ মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। ঘটনার পরপরই পুলিশ ঘাতককে আটক করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে কুমিল্লা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে নবীনগর থানার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম কামাল (৩৫)। আহত মোখলেছ মিয়া একজন চাল ব্যবসায়ী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পৌর সদরের নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমান ও মোখলেছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বুধবার বিকেলে হাবিবুর রহমানের ছেলে কামাল নবীনগর থানার সামনে মোখলেছ মিয়াকে একা পেয়ে অতর্কিত হামলা চালান। এলোপাতাড়ি ছুরিঘাকাতে মারাত্মক জখম হন ওই বৃদ্ধ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, বিকেল পৌনে ৫টার দিকে এক বৃদ্ধকে এক যুবক থানার গেটে ছুরি নিয়ে হামলা করেন। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে। আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক জানালে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।