জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বানিয়াচংয়ে জঙ্গল থেকে আশরাফ আলী (১৪) নামের এক প্রতিবন্ধীর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ মার্চ) দুপুরে বানিয়াচং উপজেলা সদরের মাইজের মহল্লার জাবেদ লন্ডনীর পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফ আজমিরীগঞ্জ উপজেলার আব্দুল আহাদের ছেলে।
এলাকাবাসী জানান, আশরাফ একজন শারীরিক প্রতিবন্ধী। তার বাবা একাধিক বিয়ে করায় দোয়াখানী গ্রামে মামা আবু তাহেরের বাড়িতে বসবাস করে স্থানীয় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো।
শনিবার সকালের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে দুপুরেও বাড়িতে না আসায় মামা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তিনি ওই জঙ্গলে অর্ধ উলঙ্গ অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ পাঠায়।
ওসি মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনার ব্যাপারে তদন্ত করছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস