জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২১ মার্চ ২০২১

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার (২১ মার্চ) বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- খাদিমপুর গ্রামের খালপাড়ার মৃত আমারত আলী জোয়ার্দ্দারের ছেলে মজনু জোয়ার্দ্দার (৫৫), তার দুই ছেলে আব্দুল মান্নান জোয়ার্দ্দার (৩১) ও মিঠু জোয়ার্দ্দার (২৫)।

আহত মজনু জোয়ার্দ্দার বলেন, দীর্ঘদিন প্রতিবেশী সিয়াউদ্দিন মণ্ডলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে আমাদের জমিতে বেড়া দিচ্ছিলাম। এ সময় সিয়াউদ্দিন মণ্ডল, কবির মণ্ডল ও সুলতানসহ কয়েকজন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা খাতুন বলেন, তিনজনের শরীরের বিভিন্নস্থানে কোপের জখম রয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির জানান, এখনও এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

সালাউদ্দীন কাজল/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।