যমুনায় গোসলে নেমে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর চায়না খাতুন (৫২) নামের এক নরীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় কাজিপুরের দক্ষিণে রতনকাান্তি হাট এলাকার যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা ওই মরদেহ বাড়ি নিয়ে যান। পরে দুপুর ২টায় নিজ বাড়িতে (বর্তমান ধুনট উপজেলার পুখুরিয়া খাসপাড়ায়) নারীর দাফন সম্পন্ন হয়।
মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল বেড়ি বাঁধের একনম্বর পয়েন্টে কাজিপুর ধুনট উপজেলার জিরো পয়েন্টে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন চায়না খাতুন। পরদিন রাজশাহী থেকে ডুবুরি দল এসে দিনভর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফিরে যান। রোববার বেলা সাড়ে ১১টায় কাজিপুরের দক্ষিণে রতনকাান্তি হাট এলাকার যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জেআইএম