নদীর তীরে মিলল মৎস্য কর্মকর্তার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২১ মার্চ ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর থেকে ফারহানা নাজনীন (৫০) নামে এক মৎস্য কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফারহানা নাজনীন সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. হামীম জানান, বিকেলে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদীর তীরে ফারহানার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। তার দেহের অর্ধেকাংশ পানিতে আর বাকি অর্ধেক সিসি ব্লকের ওপরে ছিল।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার বলেন, মৎস্য কর্মকর্তা ফারাহানার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার দেহের কিছু অংশ পানিতে ভাসলেও জুতা ও হ্যান্ডব্যাগ নদীর পাড়ে শুকনো জায়গায় ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি তিনি কীভাবে মারা গেলেন, তা জানতে তার তদন্ত করা হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।