পুকুর খুঁড়তে গিয়ে মিলল ৮৬ কেজির বিষ্ণুমূর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২২ মার্চ ২০২১

বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামে পুকুর খননের সময় ৮৬ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তির সন্ধান মিলেছে।

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে সরকারি খাস একটি পুকুর ভেকু মেশিন দিয়ে খনন করার সময় ওই বিষ্ণুমূর্তিটি বেরিয়ে আসে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির কোনো কিছু। জিনিসটি চিনতে না পেরে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের ধারে থাকা স্থানীয় লোকজন এসে মূর্তিটি দেখতে পান। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন।

এনিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। এলাকার সবাই মূর্তিটি দেখার জন্য ভিড় জমান। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মূর্তিটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা এবং এর ওজন ৮৬ কেজি। মূর্তিটি প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।