নেশার টাকা না পেয়ে বাবাকে পেটালেন ছেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২২ মার্চ ২০২১
অভিযুক্ত সুজন মিয়া

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবাসহ পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করেছেন মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম লেন্জাপাড়া গ্রামের মুহিত মিয়ার কাছে নেশার টাকা চান মাদকাসক্ত ছেলে সুজন মিয়া। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তাদেরকেও মারধর করেন সুজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজনকে গ্রেফতার করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুজন মাদকাসক্ত। সে প্রায়ই নেশা করার জন্য বাবার কাছ টাকা চায়। টাকা না দেয়ায় বাবাসহ পরিবারের লোকজনকে মারধর করে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।