লাল মাটি বিক্রির দায়ে দুইজনের লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২২ মার্চ ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে টিলার লাল মাটি কেটে বিক্রির দায়ে জোবায়েত হোসেন (৩৫) ও বাদল খান (৪০) নামে দুইজনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ মার্চ) উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।

আদালত সূত্র জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা এলাকায় ভেকু মেশিন দিয়ে পাহাড়ি এলাকার লাল মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রি করছেন একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলার গোড়াই খামারপাড়া এলাকার আক্রাম হোসেনের ছেলে জোবায়েত হোসেন ও আজগানা গ্রামের মাহতাব খানের ছেলে বাদল খানকে জরিমানা করেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এস এম এরশাদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।