দুর্বৃত্তের আগুনে পুড়ল যুবলীগ নেতার বাড়ি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৩ মার্চ ২০২১

বগুড়ার নন্দীগ্রামের চাপিলাপাড়া গ্রামে এক যুবলীগ নেতার বাড়ির ১০টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার পরিবারের। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামে যুবলীগ নেতা জুবায়েদ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও চাপিলাপাড়া গ্রামের বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ প্রতিবেশীদের চিৎকারে ঘর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে জুবায়েদ ও পরিবার। তবে আগেই বাইর থেকে দরজা বন্ধ করে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধারসহ আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জুবায়েদ আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের পুকুর নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এছাড়া এবার আমি ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। এইসব কারণে প্রতিপক্ষরা বাড়িতে পেট্টোল ঢেলে আগুন দিয়ে পরিবারসহ আমাকে হত্যার চেষ্টা করে।

তিনি আরও বলেন, আগুনে আমার নগদ সাত লাখ টাকা, আসবাবপত্র সবকিছু পুড়ে গেছে।

নন্দীগ্রাম দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় বাহিনীর সদস্যরা। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এই অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।