এবার হচ্ছে না খানজাহান (র.) মাজার মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৩ মার্চ ২০২১

সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী খানজাহান (র.) মাজার মেলা স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। ফলে এবারের চৈত্র পূর্ণিমায় মেলা হচ্ছে না। খানজাহান (র.) মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পীর খানজাহান (র.) মাজার প্রাঙ্গণে ৫০০ বছর ধরে চৈত্রমাসের পূর্ণিমায় চার দিনব্যাপী ধর্মীয় উৎসব ও মেলা হয়ে আসছে। ধর্মবর্ণ-নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মেলোয় আসেন। এবছর ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই মেলা হওয়ার কথা ছিল।

খানজাহান (র.) মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ‘খানজাহান আলী (র.) মাজারে সাড়ে ৫০০ বছরের অধিক সময় ধরে প্রতিবছর চৈত্রমাসের পূর্ণিমায় চার দিনব্যাপী ধর্মীয় উৎসব, ওরজ, মিলাদ-মাহফিল ও মেলার অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলায় সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থী মেলায় আসেন। কিন্তু এবার করোনার কারণে মেলাটি আমরা করতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি আবারও এখানে উৎসবের আয়োজন করা হবে। করোনা মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি।’

ধর্মীয় সমাবেশ উপলক্ষে সারাদেশ থেকে যেসব ভক্তবৃন্দরা মাজারে এসে থাকেন তাদেরও আসতে নিরুৎসাহিত করেন তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চৈত্র পূর্ণিমায় মাজার-সংলগ্ন ধর্মীয় উৎসব ও মেলা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আবারও ধর্মীয় উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে।

শওকত আলী বাবু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।