টাঙ্গাইলে জন্ম সনদে অতিরিক্ত ফি, দেখানো হচ্ছে নানা খরচের তালিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৩ মার্চ ২০২১

জন্ম ও মৃত্যু সনদে নির্ধারিত ফি থেকে সাতগুণ বেশি টাকা নেয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ সচিব মোক্তার হোসেনের বিরুদ্ধে। এর সমাধান চেয়ে ওই সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বোয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মাসুম।

সর্বশেষ সরকারি বিধি মোতাবেক প্রতিটি জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে শূন্য থেকে ৪৫দিন বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, পাঁচ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা এবং ১০ বছরের পর হতে ৫০ টাকা নির্ধারণ করা আছে।

অভিযোগে জানা গেছে, সরকার নির্ধারিত ফি পরিবর্তে যাদবপুর ইউনিয়ন পরিষদ সচিব মোক্তার হোসেন প্রতিটি জন্মনিবন্ধনে ২০০ থেকে ৩০০টাকা করে নিচ্ছেন। এর বিপরীতে গ্রাহকরা রশিদ চাইলে রশিদ লাগবে না বলে তালবাহানা করছেন।

জন্ম ও মৃত্যু সনদ নিতে আসা অন্যরাও সরকার নির্ধারিত ফির সাতগুণ বেশি নেয়ার অভিযোগ করেন।

জন্ম ও মৃত্যু সনদ ৩০০ টাকা পর্যন্ত নেয়ার কথা স্বীকার করেছেন যাদবপুর ইউনিয়নের সচিব মুক্তার হোসেন। প্রতিটি নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ে অফিসিয়াল নানা খরচের তালিকাও তুলে ধরেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘অতিরিক্ত টাকা না নেয়ার বিষয়ে সচিবকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা মানছেন না।’

এ ব্যাপারে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হবে।’

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।