করোনা কেড়ে নিল সাংবাদিকের প্রাণ
করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন (৫৩) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদরের ভেলানগর নিজ বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ১৬ মার্চ থেকে তিনি করোনা পজিটিভ ছিলেন।
নরসিংদী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন নরসিংদীর স্থানীয় পত্রিকা নরসিংদীর খবর-এর বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘ ৩০ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি দৈনিক সমাচারের নরসিংদী জেলা প্রতিনিধির দায়িত্বে ছিলেন।
পরিবারের লোকজন জানায়, দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ আসে। এর আগে তিনি ২৫ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছিলেন। টিকা নেয়ার পর থেকেই জ্বরে আক্রান্ত হন। এরপর বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সঞ্জিত সাহা/এএইচ/এএসএম