নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার(২৫ মার্চ) আসর নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মাওলানা জুনায়েদ কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা মুকবুল হোসেনের পরিচালনা প্রধান অতিথি ছিলেন মুফতি ইসমাইল ভূঁইয়া।
এসময় বক্তারা বলেন, মেহমানকে স্বাগত জানানো ইসলামের নীতি, কিন্তু রাষ্ট্র ও ইসলামের জন্য ক্ষতিকর কাউকে স্বাগত জানানো আত্মঘাতী ছাড়া অন্য কিছু নয়। আমরা ঘৃণা প্রকাশ করব, জনগণ ঘৃণা প্রকাশ অব্যাহত রাখবে। তারা বলেন, মোদিকে আমন্ত্রণ জানানোর মতো অহেতুক সিদ্ধান্তের জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।

সমাপনী বক্তব্যে মাওলানা জুনায়েদ কাসেমী বলেন, ‘নরেন্দ্র মোদি মুসলিমবিদ্বেষী, মানবতাবিরোধী, বাংলাদেশের স্বার্থবিরোধী। সে এবং তার দল আরআরএস বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। এ নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে আমন্ত্রণ জানানোর তীব্র প্রতিবাদ করছি। ফ্যাসিবাদী মোদিকে বাংলাদেশের মানুষ স্বগত জানাবে না।’ তিনি নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আজ সকালে মতিঝিলে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সময় আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রতিবাদ মিছিল শেষে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ছাত্ররা মাদরাসায় ফিরে গেছেন।
এসআর/জেআইএম