বরগুনায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৬ মার্চ ২০২১
প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের ১০ কর্মীকে আওয়ামী লীগ প্রার্থী সোহেলী পারভীন মালার কর্মীরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোমবাড়িয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ অভিযোগ- অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে শ্লোগান দিয়ে মোটরসাইকেলে তিনি সোমবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থী সোহেলী পারভীন মালার ৩০-৪০ জন কর্মী তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তাদের ১০ কর্মী আহত হন।

তিনি জানান, গুরুতর আহত বশির তালুকদার (৪৫), শাহীন তালুকদার সোহেল (৩০), জসিম তালুকদার (৪৮), নাশির তালুকদার (৪০) ও বাহাউদ্দিনকে (২৫) আমতলী হাসপাতালে আনা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মোর্শেদ আলম তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী সোহেলী পারভীন মালার দাবি- স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তার দুটি নির্বাচনী অফিস ও তিন কর্মী তাওহিদ (৩৫) মহিন (২৭), শহীদুলকে (৪৫) কুপিয়ে আহত করেছে।

আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।