পাথরবোঝাই ট্রাক ওঠায় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৬ মার্চ ২০২১

নড়াইলের বারইপাড়ায় পাথর বোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নবগঙ্গা নদীতে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বারইপাড়া-কালিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে নড়াইল থেকে কালিয়াগামী পাথর বোঝাই ট্রাকটি বারইপাড়া ঘাটে ফেরি পার হওয়ার জন্য বেইলি ব্রিজ উঠলে সেটি ভেঙে নদীতে পড়ে যায়। ঘটনার সময় ফেরিতে কয়েকটি ট্রাক, ইজিবাইক ও হালকা যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পন্টুনের কোনো ক্ষতি হয়নি। তবে বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বেইলি ব্রিজ স্থাপনে ৩-৪ দিন সময় লাগতে পারে।

হাফিজুল নিলু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।