মানহানি মামলায় গয়েশ্বরের জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৯ মার্চ ২০২১
ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নড়াইল আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন।

সোমবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় এক আলোচনা সভায় বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন।

এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা দেখে মামলার বাদী আশিক বিল্লাহ একই সালের ২৯ ডিসেম্বর নড়াইল আমলী আদালতে একশ কোটি টাকার মানহানি মামলা করেন।

মামলার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আশিক বিল্লাহকে আমি চিনি না। আমার মনে হয় তিনিও আমাকে চিনেন না। এরপরেও বুঝলাম ভদ্রলোকের মান আছে’।

হাফিজুল নিলু/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।