কমিটি বিলুপ্তির দাবিতে নরসিংদী ছাত্রদলের ঝাড়ু মিছিল-কুশপুতুল দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৯ মার্চ ২০২১

নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্তের দাবিতে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রনেতারা। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পদত্যাগের দাবিতে তার কুশপুতুল দাহ করা হয়।

সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী জেলা ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়।

নরসিংদী সরকারি কলেজের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃতে ছাত্রদল নেতারা হাতে ঝাড়ু নিয়ে বিএনপির চিনিশপুর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানার মোড়ে প্রতিবাদ সভা করেন তারা।

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নরসিংদী ছাত্রদলকে তার পকেট কমিটি বানাতে চান। তাই একজন চাকরিজীবীকে আহ্বায়ক করে নরসিংদী ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। এতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা ও হামলা-মামলার শিকার ত্যাগী নেতাদের বাদ দেয়া হয়। অবিলম্বে ‘পকেট কমিটি’ বাদ দিয়ে প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি দেয়ার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজিব ভূইয়া, কলেজের সদস্যসচিব মেহেদী হাসান রিফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ তুষার প্রমুখ।

সঞ্জিত সাহা/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।