মৌলভীবাজারে সবচেয়ে কম সময়ে কোরআনে হাফেজ হলো শিশু তানিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ৩১ মার্চ ২০২১

ছয় মাসে কোরআনে হাফেজ হলো ১৩ বছরের শিশু তানিম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুনবাজারস্থ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা থেকে সে শনিবার (২৭ মার্চ) হাফেজি সম্পন্ন করে। মাত্র ছয় মাস ৮ দিনে কোরআনের হাফেজ হয়ে পরিবারসহ সবাইকে অবাক করে দিয়েছে শিশু তানিম।

নতুন বাজার জামে মসজিদে সোমবার (৩০ মার্চ) রাতে শিশু তানিমকে হাফেজির স্বীকৃতি হিসেবে পাগড়ি পরিয়ে দেয়া হয়।

মাদরাসার শিক্ষক খতিব মাওলানা জামাল উদ্দিন বলেন, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত এত অল্প সময়ে কেউ কোরআনে হাফেজ হতে পারেননি। তানিম সবাইকে অবাক করে দিয়েছে।

তানিমের বাবার সমর মিয়া পেশায় একজন চা-পাতা ব্যবসায়ী। শ্রীমঙ্গলের লালবাগের এই বাসিন্দা জাগো নিউজকে জানান, তার তিন ছেলের মধ্যে তানিম দ্বিতীয়। সে লেখাপড়ায় খুব মনোযোগী। তার মা হাছিনা বেগমের অনুপ্রেরণা আর সহযোগিতায় সে এত কম সময়ে হাফেজ হতে পেরেছে।

শ্রীমঙ্গল মিশন রোর্ডের দারুছুন্নাহ ক্যাডেট মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র তানিম। ছয় মাসের ছুটি নিয়ে তানিম নতুনবাজারস্থ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসায় কুরআন মুখস্থ করে।

তানিমের সঙ্গে কথা হলে সে জাগো নিউজকে বলে, ‘হাফিজিয়া মাদরাসার মিলাদ হুজুর আমাকে সবসময় অনুশীলন করাতেন। তার তদারকি আর আমার চেষ্টায় আমি অল্প দিনে কোরআনের ত্রিশ পারা মুখস্থ করেছি। হাফিজি শেষ করে আমি আবার আলিয়া মাদরাসায় পড়াশোনা করব।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।