গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাশুড়ি কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০২১

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে রিয়া মণি (২৩) নামের এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হোসনে আরা আব্দুল্লাপুর এলাকার মৃত আফসারউদ্দিনের স্ত্রী।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে জানাজা শেষে রিয়ার মরদেহ উপজেলার গনাইসার কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বুধবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার আব্দুল্লাপুর গোয়ালপাড়া এলাকায় বসতঘর থেকে রিয়া মণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়া স্থানীয় সৌদি আরব প্রবাসী মো. সবুজ ব্যাপারীর স্ত্রী।

নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানান রিয়ার শ্বশুরবাড়ির লোকজন। তবে নির্যাতন করে রিয়াকে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন রিয়ার স্বজনরা।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন রিয়ার বাবা মো. আতাউর। ওই মামলায় দুপুরে তার শাশুড়িকে গ্রেফতারের পর বিকালে আদালতে পাঠানো হয়। শাশুড়ি ছাড়াও মামলায় নিহতের স্বামী, দুই ননদ ও তাদের দুজনের স্বামীকে আসামি করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।