খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কৃষকের ৩ গরু হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০২ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এক কৃষকের তিনটি গরু হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পিয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পিয়ারাতলা গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে আজম মন্ডল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে দেখি একটি গরুর মুখ দিয়ে লালা পড়ছে। এর কিছুক্ষণ পরই গরুটা মারা যায়। তার আধা ঘণ্টার মধ্যে বাকি দুটি গরুরও একই লক্ষণ দেখা দেয়। কিছুক্ষণ পর গরু দুটিও মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর পশু চিকিৎসককে বাড়িতে ডেকে অনলে তিনি গরুর লক্ষণ দেখে জানান- খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে গরুগুলো হত্যা করা হয়েছে।

গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি কৃষকের।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সালাউদ্দীন কাজল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।