১০ ঘণ্টা বন্ধ থাকবে মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্যাস সরবরাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০২ এপ্রিল ২০২১
ফাইল ছবি

মৌলভীবাজার জেলা শহর, শ্রীমঙ্গল, ভানুগাছ, কমলগঞ্জ, শমসেরনগর ও হবিগঞ্জ জেলার মিরপুর, বাহুবল এলাকায় ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার পর থেকে পরদিন শনিবার (৩ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল রাতে) মৌলভীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজাদ খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।