দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ষাট গম্বুজ মসজিদে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০০ পিএম, ০২ এপ্রিল ২০২১
ফাইল ছবি

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবার (২ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ৩ এপ্রিল শনিবার থেকে ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। তবে ষাট গম্বুজ মসজিদে ওয়াক্ত মতো স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।’

jagonews24

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘সরকারী নির্দেশনা মতে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালিসহ সুন্দরবনের দর্শনার্থীর ভ্রমণ স্পটে করোনার সংক্রমণ রোধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।’

তিনি আরও বলেন, ‘জেলে, মৌয়ালসহ যারা সুন্দরবনের অভ্যন্তরে অনুমতি নিয়ে প্রবেশ করেছিল তাদের দ্রুত সময়ের মধ্যে লোকালয়ে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে কোনো অবস্থায় বনের মধ্যে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।’

শওকত বাবু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।