চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা, বিজিবি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৬ এপ্রিল ২০২১

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শিবতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে সদর মডেল থানা পুলিশ।

আটক ওই ব্যক্তি হলেন জেলার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্য মোহাম্মদ হোসাইন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে শিবতলা এলাকায় পুলিশ পরিচয়ে একটি অটোরিকশার ব্যাটারির দোকানে প্রতারণা করার সময় সন্দেহ হলে ওই দোকানদার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিয়মানুয়াযী ওই বিজিবি সদস্যকে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার দ্বারা যারা প্রতারিত হয়েছেন তাদের পাপ্য পাওনা পরিশোধের ব্যবস্থা নেয়া হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।