সাতক্ষীরায় করোনা সচেতনতায় ওয়াচ টাওয়ার-প্রচার মঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৭ এপ্রিল ২০২১

করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ে জনসচেতনতায় জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে ওয়াচ-টাওয়ার ও প্রচার মঞ্চ স্থাপন করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ ওয়াচ-টাওয়ার ও প্রচার মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

jagonews24

এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শহরবাসীকে মাস্ক পরিধান এবং ইজিবাইক ও ছোট যানবাহনে চলাচলে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ওয়াচ-টাওয়ার ও প্রচার মঞ্চ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা সুব্রত ঘোষ, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক প্রমুখ।

আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।