বাঘ দেখে দৌড়ে পালানোর সময় মৌয়াল আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৮ এপ্রিল ২০২১
ফাইল ছবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ দেখে দৌড়ে পালানোর সময় মো. রেজাউল ইসলাম (২৫) নামের এক মৌয়াল আহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সুন্দরবনের কাচিকাটা তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রেজাউল শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

আহত রেজাউলের সঙ্গী খোকন জানান, গত ১ এপ্রিল রেজাউলসহ ১১ জন কৈখালী ফরেস্ট স্টেশন থেকে মধুর পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। বুধবার বেলা ১১টায় তালপট্ট্রি এলাকায় মধু সংগ্রহ করার সময়ে হঠাৎ বাঘ দেখে রেজাউল আতঙ্কে দৌড়ে পালানোর সময় আহত হন।

এসময় তার সঙ্গে থাকা লোকজন রেজাউলকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করতে চিৎকার করে। চিৎকারে বাঘটি দূরে সরে যায়। তবে পড়ে গিয়ে আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য লোকালয়ে আনা হয়েছে।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, একই এলাকায় কয়েকদিন আগেও একজন বাঘের আক্রমণে নিহত হন। এ বিষয়ে খবর নিচ্ছি। পাস দেয়ার সময় বনজীবীদের বাঘের বিষয়ে সতর্ক করা হয়েছিল।

আহসানুর রহমান রাজীব/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।