ধরলায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে গোসল করতে নেমে রাকিব (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে লালমনিরহাট সদরের সুখান দিঘি এলাকার ছাইফুল ইসলাম বুধুর ছেলে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তারা মোট ৯ জন লালমনিরহাট থেকে ধরলা নদীতে গোসল করতে এসেছিল। এদের মধ্যে ৬ জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করা হলেও সে কথা না শুনে নদীতে নামে। একপর্যায়ে সে নদীর কিছুটা গভীরে গেলে নিখোঁজ হয়। এরপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম পৌঁছেছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
এসএস/জিকেএস