স্ত্রী হত্যার আড়াই মাস পর স্বামী গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলায় অভিযুক্ত স্বামী আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার কয়ড়া ইউনিয়নের হরিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জালাল ভূঁইয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে গৃহবধূ তানিয়াকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন স্বামী আজিজুল হক। ঘটনার পর তিনি পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরদিন তানিয়ার মা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আজিজুল হক পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে।’
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম