দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৪:১৪ এএম, ১০ এপ্রিল ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

সাইফুল ইসলাম উপজেলার সুজাবাদ দহপাড়ার মোজাফফর রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার এসআই শামীম আহমেদ জানান, বেতগাড়ী এলাকায় ক্লীন ফুয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকা থেকে আসা একটি সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৩৭৩) এবং বগুড়া দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাটিবোঝাই ট্রাক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।