কাশেমপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি
সাতক্ষীরার কাশেমপুরে সালাউদ্দিন (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ এপ্রিল) বেলা ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন একই গ্রামের মো. বাবুর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ঘরের মধ্যে সালাউদ্দিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে বলতে পারব।
এসজে/এএসএম