ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্ত, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২১

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্তের ঘটনায় রাশেদ আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ আহম্মেদ ওই গ্রামের আবু হানিফের ছেলে।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মডার্ন ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত ৭ মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠায় বখাটে রাশেদ। এরপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড না করতে তাকে একাধিকবার বলা হয়। এরপরও তিনি উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন। গত তিন-চারদিন থেকে ম্যাসেঞ্জারে নগ্ন ও অশ্লীল ছবি পাঠানো শুরু করেন রাশেদ। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ওই চিকিৎসক মামলা করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।